Advertisement

উন্মেষ

ডিসকোর্সের আগে : সুবাইতা প্রিয়তি

subaita weekyunmesh.com


তোমার তেজস্ক্রিয়তায় উদ্বুদ্ধ হয়ে ক্রমে চলে যাই সমুদ্রের দিকে
কারণ তোমার উদারতার অদ্বিতীয় উদাহরণ ঝিনুকের কাছে
অনন্তকাল কি মুক্তোয় রেখেছিলে মিনতির কথাগুলি,
যে আমার সংসর্গে আসলেই ভাবায় অগ্রন্থিত বাণী।


অথচ তোমার ফেলে যাওয়া ছায়া
আসতে আসতে ঘরের কতো ভেতরে এখন!
যে আদিম পাথরটায় প্রথম মানুষ পেয়েছিল পোড়া মাংসের স্বাদ
তা অবলীলায় অতিক্রম করে গেছ তোমার ওদিক থেকেই...

নিয়ে যেতে হলেও এসো আবছায়া করে কখনো,
একজন কতোদিন থাকবে নিজের ছায়া ছাড়া।


উন্মুখ চোখ নিয়ে হা করে আছি বাতাসে
উড়ে আসবে পাথুরে নিনাদ, বজ্রের জেরা
আর বৃন্তচ্যুতির নিখুঁত আওয়াজ। বস্তুদের সাথে
সাযুজ্য মিলেমিশে অথচ, নিদারুণ হট্টগোল
মহাকালের পাকঘরে। হা করে থাকা কবি
পকেটে পেরেক রাখতে থাকেন কফিনের; যেহেতু
চূড়ান্ত অমিল, যেনবা ডিসকোর্সের আগে।

Post a Comment

0 Comments