চোখের বালি ২য় পত্র (১)
পৃথিবীর তাবৎ আখ্যানশাস্ত্রে কে যেন লিখেছিল,
রবি বাবুর প্রেমিকার আরেক নাম বালি!
বয়ামভর্তি জামার গল্প নিয়ে আমরা সই পাতাই
অড়বড়ই গাছে সেবার হলুদ গড়ায় ভীষণ।
চোখ চিবুক চিড়ে কে কার মায়াখন্ড খুজতে যায় বলো?
আমরা তবু হাতরাই লোমকূপ ভিড়।
আমাদের আঙ্গুর ক্ষেত পুড়ে গিয়েছিল,
পুড়ে গেল শামিয়ানা
কচু পাতায় জল! জলজ ঘ্রান খুটে খেল ডাহুক।
দেড়শ বছর থেকে দু হাত অতল, দু'হাত গভীর ক্ষত এক!
আর কতটা ঢাকা যায় বল ভেলভেট থানে?
সেই শোক বুকে নিয়ে ফিরে গেছে ক্রুশবিদ্ধ জেসাস!
আহা তার পানপাতা হ্রদ।
জেসাস কে চিনতে তুমি? ডাহুকের ইতিহাস?
চোখের বালি ২য় পত্র (২)
মাঝেমধ্যে মনে হয়, ঈশ্বরের পায়ের কাছে বসে থাকি!
তার মৃত চোখ দিয়ে কবিতা পড়ি।
ফলবতী বৃক্ষের কাছে জমা দেই ধুলো লীন মুখখানা তাহার।
ক্রুশরোপনের আড়ালে জিগ্যেস করি, জেসাসের ফিরতে আর কত বাকি?
0 Comments